‘অ্যানিমেল’ দিয়ে বাজিমাত, খলনায়ক ববির চাহিদা তুঙ্গে
‘অ্যানিমেল’ দিয়েই বাজিমাত করা একসময়ের বলিউড নায়ক ববি দেওলের চাহিদা বাড়ছে খলনায়ক হিসাবে।
যশ রাজ ফিল্মসের নারীপ্রধান স্পাই অ্যাকশন সিনেমা ‘আলফা’তে ববি দেওলকে দেখা যাবে। ববি এবার লড়ছেন রণবীরপত্নী আলিয়ার বিরুদ্ধে। জুলাইয়ের প্রথম সপ্তাহে আন্ধেরির যশ রাজ ফিল্মস স্টুডিওতে শুরু হয় আলফার শুটিং। সেখানকার কাজ শেষ করে ইউনিট এখন গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে। সেখানে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে। ‘দ্য রেলওয়ে মেন’খ্যাত নির্মাতা শিব রাওয়াল পরিচালনা করছেন সিনেমাটি।
এর বাইরে আরও শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর জুটি বেঁধেছেন ‘দেবারা’ ছবিতে। এতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। সূত্রের দাবি, ছবিতে দ্বিতীয় খলনায়কের আরও একটি চরিত্র রয়েছে। সেখানে নির্মাতারা ববির কথাই ভাবছেন। অভিনেতার সঙ্গে নাকি তাঁদের প্রাথমিক পর্যায়ে একপ্রস্ত কথাও হয়ে গিয়েছে।
সূত্রের দাবি, দেবারা: পার্ট ওয়ান-এর প্রধান খল চরিত্রে অভিনয় করছেন সাইফ। সিনেমাটির শেষের দিকে নির্মাতারা ববিকে হাজির করে চমক দিতে চাইছেন। সিনেমাটির সিক্যুয়েলে সাইফ ও ববিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক।
গত বছর ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে প্রচারের আলোয় চলে আসেন ববি দেওল। অনেকেই বলছেন, ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করতে তাঁকে সাহায্য করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিটি। খলনায়কের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ববি।