বাবা হলেন জাস্টিন বিবার
প্রথমবার সন্তানের বাবা হলেন জনপ্রিয় কানাডীয় গায়ক জাস্টিন বিবার। শুক্রবার (২৩ আগস্ট) দুই থেকে তিন হলেন জাস্টিন-হেইলি বিবার দম্পতি। ফুটফুটে এক পুত্রসন্তানের বাবা-মা হলেন তাঁরা।
ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে বিবার লিখেছেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার’। অর্থাৎ ছেলের নাম জ্যাক ব্লুজ বিবার।
২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় বিবার ও সেলেনা গোমেজের। লোকে সমালোচনা করে বলে, গায়িকা–অভিনেত্রী সেলেনার কাছ থেকে জাস্টিনকে ছিনিয়ে নেন হেইলি। গত মে মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন হেইলি বিবার।
শুধু তাই নয়, সন্তান আসার খুশিতে খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী ফাদারের সামনে দাঁড়িয়ে আবারও বিয়ে করলেন এই জুটি।