বাংলাদেশের চাপ সামলে ভারতের প্রতিরোধ
প্রথম দুই সেশনে রীতিমতো দিশেহারা ছিল ভারত। বাংলাদেশি বোলারদের দাপটে উইকেটে থিতু হতেই হিমশিম খাচ্ছিল ভারতীয় ব্যাটাররা। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত, ঠিক কত দ্রুত থেমে যায় সেটাই ছিল দেখার। কিন্তু না, সেই ধাক্কা সামলে ভারতের ঢাল হয়ে দাঁড়িয়েছেন রবীন্দ্র জাদেজা ও অশ্বিন।
সপ্তম উইকেটে অশ্বিন ও জাদেজা মিলে গড়ে তুলেছেন শক্ত জুটি। এই জুটিতে ভর করেই চেন্নাইতে প্রতিরোধ গড়ে তুলেছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত তৃতীয় সেশনে এখনও এক উইকেটও নিতে পারেনি বাংলাদেশ। অশ্বিন ও জাদেজার ব্যাটে চড়ে ২৩০ ছাড়িয়ে ছুটছে ভারত।
চেন্নাইতে দ্বিতীয় সেশনেও বাংলাদেশের দাপট
থম সেশনে বোলিং চমক দেখিয়েছেন হাসান মাহমুদ। একে একে তুলে নেন তিন শিকার। লাঞ্চ বিরতি থেকে ফিরে এই উইকেট উৎসবে যোগ দেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ। দুই পেসার ও এক স্পিনারের বোলিংয়ে ঘরের মাঠে রীতিমতো দিশেহারা ভারত। চেন্নাইতে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশন শেষেও স্বস্তিতে নাজমুল হোসেন শান্তর দল।
দ্বিতীয় সেশন শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৬ রান তুলেছে ভারত। উইকেটে লড়াই ছিলেন ২১ রান করা অশ্বিন। তার সঙ্গে ৭ রানে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা।
ঘরের মাঠে বিপদে ভারত, চেন্নাইতে বাংলাদেশের উৎসব
প্রথম সেশনটা নিজেদের রঙে রাঙিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও চেন্নাইতে চলছে বাংলাদেশের উইকেট উৎসব। বিপদে পড়া ভারতকে উদ্ধারে লড়াই করা লোকেশ রাহুল ও জয়সওয়ালকেও বিদায় করেছে সফরকারীরা। একের পর এক উইকেট হারিয়ে নিজেদের মাঠে বিপদে রোহিত শর্মার দল।
লাঞ্চের পরপরই নিজের চতুর্থ শিকার হিসেবে রিশাভ পন্থকে তুলে নেন হাসান মাহমুদ। এরপর এই উইকেট উৎসবে যোগ দিয়েছেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।
ভারতের বিপদে হাফসেঞ্চুরি কার জয়সওয়ালকে বিদায় করেছেন নাহিদ। ৫৬ রানে থামে তার ইনিংস। এর একটু পরেই মিরাজের স্পিনের ফাঁদে পড়ে বিদায় নেন রাহুল। ৫২ বল খেলে ১৬ রানের বেশি করতে পারেননি রাহুল। ১৪৪ রানে ছয় উইকেট হারিয়ে চেন্নাইতে বিপদে ভারত।
ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত
সান মাহমুদের বোলিং দাপটে দিশে হারা ভারত। চেন্নাই টেস্টের প্রথম সেশনে নেই তিন টপ অর্ডার। দ্বিতীয় সেশনের শুরুতে নেই আরেকজন। চার শিকারই বাগিয়ে নিয়েছেন হাসান। তবে, চার উইকেট হারানোর ধাক্কা সামলে জয়সাল ও লোকেশ রাহুলের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত।
আবারও হাসানের তোপ, বিপাকে ভারত
টানা তিন টপ অর্ডারকে বিদায় করে চেন্নাই টেস্টের প্রথম ঘণ্টায়ই ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। প্রথমে রোহিত শর্মা, এরপর শুভমান গিল ও বিরাট কোহলি। প্রথম সেশনে এই তিন শিকারের পর লাঞ্চের পর আবারও হাসানের তোপ। লাঞ্চ বিরতি থেকে ফিরেই থিতু হওয়া রিশভ পন্থকে বিদায় করলেন হাসান। তার বোলিং তোপে চিপকে বিপাকে ভারত।
হাসানের তোপে প্রথম সেশন বাংলাদেশের
প্রায় ৪২ বছর আগে চেন্নাইয়ে টস জিতে সবশেষ কোনো দল বোলিং করেছিল। শক্তিশালী ভারতের বিপক্ষে সেই দুঃসাহস দেখাল বাংলাদেশ। অধিনায়ক শান্তর সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটাই প্রমাণ করলেন পেসাররা। বিশেষ করে পেসার হাসান মাহমুদের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি রোহিত-কোহলিদের মতো তারকা ব্যাটাররা। প্রথম সেশনেই প্রতিপক্ষের তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তিনটিই নিয়েছেন হাসান মাহমুদ।