দক্ষিণ আফ্রিকাকে হারানোর এটাই সেরা সুযোগ : ফিল সিমন্স
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি আগামী সোমবার (২১ অক্টোবর) মাঠে গড়াবে মিরপুরে। তুলনামূলক তারুণ্যনির্ভর দল হওয়ায় এটাই বাংলাদেশের জন্য সেরা সুযোগ বলে মনে করেন অর্ন্তবর্তী কোচ ফিল সিমন্স।
আজ শনিবার (১৯ অক্টোবর) মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজের প্রথম প্রেস কনফারেন্সে ফিল সিমন্স বলেন, ‘আমি আমার অভিজ্ঞতার সবটুকু দিয়ে চেষ্টা করব। আমি পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দেখেছি, সেখানে দেখেছি কীভাবে তরুণরা চাপ সামাল দেওয়ার চেষ্টা করেছেন। আমার কাছে কীভাবে প্লেয়াররা শতভাগ দিতে পারেন, সেটাই বড় বিষয়। বতর্মানে আমরা যে সিরিজগুলো আছে সেগুলো নিয়ে ভাবছি। পাশাপাশি বড় টুর্নামেন্টগুলো নিয়েও প্রস্তুতি নিচ্ছি। অধিনায়কের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছি।’
সিমন্স আরও যোগ করেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ খুবই শক্তিশালী প্রতিপক্ষ। তাই এটাই ভালো সুযোগ বাংলাদেশের জন্য। তবে, দলটি দক্ষিণ আফ্রিকা বলেই সাবধান থাকতে হবে। কেননা তাদের তরুণ প্লেয়াররাও ম্যাচের দৃশ্যপট বদলে দেওয়ার সামর্থ্য রাখেন। তাই সেরাটা দেওয়ার কোনো বিকল্প নেই।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ অক্টোবর) সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। এর একদিন পরই দলের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছান সিমন্স। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে শুরু হচ্ছে এই ক্যারিবীয় কোচের অ্যাসাইনমেন্ট। যে সিরিজের ভারতের বিপক্ষে ব্যাটিং ভরাডুবি কাটিয়ে ওঠাই মূল চ্যালেঞ্জ।