নিশা দেশাই ঢাকায় আসতে পারেন ৪ মে
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আগামী ৪ মে বাংলাদেশ আসতে পারেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
সফরে বিসওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করতে পারেন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সন্ত্রাসবিরোধী পারস্পরিক সহযোগিতা কীভাবে আরো জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
তবে বিসওয়ালের এ সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি।
ওই কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিসওয়াল তাঁর সফর শেষে পরের দিন অর্থাৎ ৫ মে ঢাকা ছেড়ে যাবেন।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং কলাবাগানের জোড়া খুনে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, জন কেরি প্রধানমন্ত্রীর সঙ্গে রাত ৯টা ৪ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত ১৬ মিনিট কথা বলেন। জন কেরি বলেন, সন্ত্রাসবিরোধী সহায়তা জোরদার করতে তিনি নিশা দেশাই বিসওয়ালকে বাংলাদেশে পাঠাবেন।
গত ২৫ এপ্রিল বিকেলে রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তনয়কে খুন করে দুর্বৃত্তরা। খুন করে পালিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে বাড়ির নিরাপত্তাকর্মীকে জখম করে তারা। পরে রাস্তায় টহলরত এক পুলিশ কর্মকর্তাকেও তারা আহত করে।
জুলহাজ মান্নান বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। সমকামী ও তৃতীয় লিঙ্গের অধিকারবিষয়ক পত্রিকা ‘রূপবান’ সম্পাদনার পাশাপাশি জুলহাজ উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কাজ করতেন।