হাসানের কথা রাখতে পারবেন মিরাজ-জাকেররা?
হাসান মাহমুদকে প্রশ্ন করা হলো—কত রান হলে চতুর্থ ইনিংসে লড়াই করতে পারবে বাংলাদেশ? বাংলাদেশি পেসার অকপটে বলে দেন, ‘২০০ হলেই আমরা পারব।’ ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারাতে বাংলাদেশি বোলারদের প্রয়োজন ২০০ রান, সেই আত্মবিশ্বাস আছে তাদের।
দ্বিতীয় দিন শেষে মঙ্গলবার (২২ অক্টোবর) কথাগুলো বলেছিলেন হাসান। আজ টেস্টের তৃতীয় দিনে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক মিলে এখন পর্যন্ত দলকে টেনে নিচ্ছেন। কাল সংবাদ সম্মেলনে হাসান আরেকটি কথা বলেছিলেন, ‘পেছনে যারা ব্যাটিংয়ে আছে, তাদেরও লক্ষ্য নিয়ে ব্যাট করা উচিত, যে আমরা কত বড় জুটি গড়তে পারি।’
১১২ রানে ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেট জুটিতে এখন অবধি রান অবিচ্ছিন্ন ৮৯। মিরাজ ইতোমধ্যে অর্ধশতক করেছেন (৫৫*)। প্রথম টেস্ট খেলতে নামা জাকের আলী প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে মিরাজকে সহায়তা করছেন। অপরাজিত আছেন ৩০ রানে।
আসা যাক হাসানের অভিপ্রায়ে। দক্ষিণ আফ্রিকাকে ২০০ রানের লক্ষ্য দিতে হলে বাংলাদেশকে করতে হবে আর ২০০ রান। বর্তমানে বাংলাদেশের সংগ্রহ ২০১, প্রোটিয়াদের চেয়ে পিছিয়ে এক রানে। আরও ২০০ হলে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়াবে ৪০১ রানে, লিড ১৯৯।
এটি করতে হলে বাংলাদেশি ব্যাটারদের ধৈর্য ধরতে হবে। পিচ কামড়ে টিকে থাকতে হবে। মিরাজ-জাকের ১৭২ বল খেলেছেন, আরও খেলতে হবে নিঃসন্দেহে। তবেই, প্রোটিয়াদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে বাংলাদেশ। যাতে ভর দিয়ে বোলাররা মরণ কামড় দেওয়ার সবরকম চেষ্টা চালাবে।