মাঠে ফিরেই চেনা রূপে উইলিয়ামসন
সময়ের অন্যতম সেরা তো বটেই, নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসন। চোটের কারণে দুই মাসের বেশি সময় ছিলেন মাঠের বাইরে। তবে, মাঠে ফিরেই চেনা ছন্দে দেখা গেল সাবেক কিউই অধিনায়ককে। অল্পের জন্য সেঞ্চুরি না পেলেও খেলেছেন ঝলমলে এক ইনিংস।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ক্রাইস্টচার্চে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নিউজিল্যান্ড তোলে আট উইকেটে ৩১৯ রান। উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৯৩ রান। ১৯৭ বলের ইনিংসটিতে ছিল ১০টি চারের মার। শতরানের কাছাকাছি গিয়ে গাস অ্যাটকিনসনের বলে জ্যাক ক্রলির ক্যাচে পরিণত হন উইলিয়ামসন।
সাদা পোশাকে এটি উইলিয়ামসনের ৩৬তম অর্ধশতক। সেঞ্চুরি আছে ৩২টি। কিউই এই ব্যাটার সবসময় চেষ্টা করেন সময়ের চাহিদা অনুযায়ী খেলতে। টেস্ট ক্রিকেট মানে ধৈর্য, যেটি ভীষণভাবে ধরে নিজের ইনিংস সাজান উইলিয়ামসন।
ম্যাচে উইলিয়ামসন ছাড়া আর কেউ অর্ধশতকের দেখা পাননি। ফিফটির খুব কাছাকাছি গিয়ে ৪৭ রানে আউট হন কিউই অধিনায়ক টম লাথাম। রাচিন রবীন্দ্রের ব্যাট থেকে আসে ৩৪ রান। ৪১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন গ্লেন ফিলিপস। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন ১০ রানে অপরাজিত টিম সাউদি।
ইংল্যান্ডের পক্ষে চার উইকেট নেন শোয়াইব বশির। দুটি করে উইকেট পান ব্রাইডন কার্সে ও গাস অ্যাটকিনসন।