শেষের ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
লক্ষ্যটা সহজ ছিল। জিততে হলে বাংলাদেশকে করতে হতো ২২৯ রান। রান তাড়ায় ঠিকঠাকই আগাচ্ছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে আর সমীকরণ মেলাতে পারল না বাংলাদেশের যুবারা। আজীজুল হাকিমদের হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমির টিকিট পেল শ্রীলঙ্কার যুব দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায়, ফাইনালে ওঠার লড়াইয়ে 'এ' গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। বাংলাদেশ লড়বে 'এ' গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে আজ মঙ্গলবার বাংলাদেশকে ৭ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।
এই ম্যাচের আগেই দুদলের নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনাল। এবার গ্রুপসেরা হওয়ার মিশন ছিল। সেই লক্ষ্যে মাঠে নেমে শ্রীলঙ্কাকে ২২৮ রানে অলআউট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর রান তাড়ায় নেমে ২২১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেছেন কালাম সিদ্দিকি। আবরার করেছেন ২৪ রান।
যুব এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। দুবাইতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৪৯.২ ওভারে ২২৮ রানে অলআউট হয়।
শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ভিমাথ দিনসারা। সেঞ্চুরির দেখা পাওয়া ভিমাথ খেলেছেন ১০৬ রানের ইনিংস। যা সাজানো ছিল ১৩২ বলে ১০টি চার দিয়ে সাজানো।
ভিমাথ ছাড়া আর কেউ ভালো করতে পারেনি। অধিনায়ক ভিহাস থিউমিকা করেন ৩ চারে ২২ রান। এছাড়া লাকভিন আবেসিংহে ২১, ভিরান চামুদিথা ২০ ও পুলিন্দু পেরেরা করেন ২০ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে ৫০ রান দিয়ে ৪টি উইকেট নেন আল ফাহাদ। রিজান হোসেন ৪০ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া ইকবাল হোসেন ইমন ও মো. রাফি উজ্জামান রাফি ১টি করে উইকেট নেন।