হোয়াইটওয়াশ এড়াতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে টানা ১১ জয়ের রেকর্ড নিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। নিজেদের প্রিয় ফরম্যাট, ক্যারিবীয়দের সঙ্গে সাম্প্রতিক সুখস্মৃতি—সবমিলিয়ে সিরিজে বাংলাদেশের জোর সম্ভাবনা ছিল। কিন্তু, প্রথম দুই ম্যাচ শেষে সেটি হাওয়ায় মিলিয়েছে। উল্টো তৈরি হয়েছে হোয়াইটওয়াশের শঙ্কা।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে সফরকারীদের। শেষ ওয়ানডে জিতে মান রক্ষার চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের শেষ ওয়ানডে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। সিরিজ হারের সবচেয়ে বড় কারণ এটিই। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বলেছেন, ‘আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। বড় জুটি হয়নি। মাঝের ওভারগুলোতে আমাদের আত্মবিশ্বাসের অভাব দেখা গেছে। টপ অর্ডার দায়িত্ব নিয়ে খেলতে পারছে না।’
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, ‘আমরা সব সময় নিজেদের খেলা বিশ্লেষণ করি। বোলাররা যেভাবে ম্যাচে ফিরেছে সেটি দারুণ ব্যাপার। তবে, উন্নতির জায়গা তো আছেই। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি এই সিরিজ ৩-০ করতে পারব। আমরা পয়েন্ট তুলে নিয়ে আরও ওপরে উঠতে চাই, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চাই।’
আগামী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ আট দল সরাসরি খেলবে। ওয়েস্ট ইন্ডিজ এখন র্যাঙ্কিংয়ে দশম, বাংলাদেশ নবম। সরাসরি বিশ্বকাপের টিকিট না পেলে বাছাইপর্ব খেলে বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ থাকবে।