উদ্বোধনের ৩ বছর পর চালু এমআরআই মেশিন
উদ্বোধনের তিন বছর পর মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চালু হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) মেশিন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় এমআরআই মেশিনটি চালু করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এমআরআই মেশিনটি চালু করার সময় উপস্থিত ছিলেন।
এমআরআই মেশিনটি চালু করার পর হাসপাতালে নিয়োজিত এমআরআই মেশিন অপারেটিংয়ে অভিজ্ঞদের দ্বারা একজন পঞ্চাশর্ধ্বো নারীর এমআইআর করানো হয়।
এমআরআই মেশিন চালু পরবর্তী সময়ে অধিদপ্তরের পরিচালক মঈনুল আহসান বলেন, জেলা পর্যায়ে মানিকগঞ্জেই সম্ভবত এমআরআই মেশিন রয়েছে। এটি একটি ব্যয়বহুল যন্ত্র। আমরা পর্যায়ক্রমে অন্যান্য হাসপাতালের স্বাস্থ্য খাতের মেশিনগুলোর খোঁজ-খবর নেব। এ রকম দীর্ঘ সময় যেন আর কোনো মেশিন পড়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
অপরদিকে এমআরআই করতে আসা রোগী বলেন, প্রথমে একটু ভয় পাইছিলাম। কিন্তু পরে যখন চোখ খুলি, দেখলাম চোখের সামনে কালো কালো দাগ। কেমন যেন একটা ভারি শব্দ হয়। পরে আর ভয় পাইনি।
এমআরআই মেশিন চালু করার সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বাহাউদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মোকছেদুল মোমিন, হাসপাতাল ইনচার্জ ডা. বদরুল আলম চৌধুরী, আরএমও ডা. তৌহিদুর রহমান, হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।