যথাযথ প্রক্রিয়া মেনেই নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হবে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় কার্যকর করা হবে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাষ্ট্রপতির কাছে নিজামীর ক্ষমা প্রার্থনাসহ যাবতীয় আইনি প্রক্রিয়ার অগ্রগতি সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘কবে নাগাদ ফাঁসি হবে, এটা আমি তো বলতে পারব না। যেভাবে আইন পারমিট করে আমাদেরকে, ঠিক সেভাবেই আমরা করব।’
‘আমরা কোনো আইন কিংবা... কোনো কার্যাদি অসম্পূর্ণ রেখে আমরা করব না। এটাই হলো মূল কথা।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমরা অতীতে যে রকমভাবে করেছি, এবারও ঠিক সেই ভাবেই হবে।’
গতকাল বৃহস্পতিবার নিজামীর আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে করে নিজামীর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রায়ে রিভিউ আবেদন খারিজ হওয়ায় সব আইনি প্রক্রিয়া শেষ হলো। বাকি থাকল নিজামীর প্রাণভিক্ষার বিষয়টি।