আজ আমার ছেলে অনেক খুশি, রেকর্ড গড়ার দিনে তাসকিন
ক্রিকেট মাঠের গ্যালারিতে পরিচিত মুখ তাসফিন আহমেদ রিহান। সাত বছরের ছোট্ট তাসফিনের মাঠে আসা বাবা তাসকিন আহমেদের জন্য। বাবা যেদিন বোলিংয়ে ভালো করেন সেদিন আনন্দে ভাসে তাসফিন। আবার বাবার বোলিংয়ে নির্জীবতাও কষ্ট দেয় ছোট্ট তাসফিনকে। আজ অবশ্য, তাসফিনের আনন্দে ভাসার দিন। কারণ, যার জন্য গ্যালারি কিংবা টিভির পর্দায় মুখিয়ে থাকে সে সেই বাবা আজ গড়েছেন ইতিহাস। ক্রিকেট বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সাত উইকেট নেবার কীর্তি গড়েছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্রেফ ১৯ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছেন তাসকিন। যেটি বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসেও সেরা বোলিং!
তাসকিনের রেকর্ড গড়া ম্যাচে জিতেছে দুর্বার রাজশাহী। দলের জয়ের নায়ক তাসকিন ম্যাচ শেষে হাজির হয়েছেন সংবাদ সম্মেলনে। তখন নানা কথার ভিড়ে তার মুখে ফুটে উঠল ছোট্ট তাসফিনের ক্রিকেট বন্দনা। নিজের আজকের সাফল্যটাও ছেলে তাসফিনকে উৎসর্গ করলেন বাংলাদেশি পেসার।
তাসকিনের ভাষায়, ‘দেখুন আমি যখন ভালো করি বা উইকেট পাই তখন আমার ছেলে তাসফিন ও বাবা অনেক খুশি হয়। তাদের সাপোর্টও অনেক অনুপ্রেরণা দেয় আমাকে। আমি যেদিন ভালো করতে পারি না সেদিন ওর অনেক মন খারাপ হয়। তো আজকে আমি জানি, ও আজ অনেক খুশি। তো এইটা আজকে তাসফিনের জন্য।’