বিপিএলে বিব্রতকর রেকর্ড সুজনের
খালেদ মাহমুদ সুজন—বিসিবির সাবেক এই পরিচালক নানা সময়ে বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। এত পদ–পদবির মধ্যেও সুজন ঘরোয়া ক্রিকেটে প্রধান কোচ হিসেবে একটা স্বকীয় পরিচয় গড়ে তুলেছেন। বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দি বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন ফ্রাঞ্চাইজি শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ। ঢাকা পর্বের ৩টি ম্যাচ হারের পর সিলেট পর্বেও হার দিয়ে শুরু করেছে দলটি। ফলে ৪ ম্যাচে ৪ টি'তেই হারের মুখ দেখেছে সুজনের দল।
গত আসরে উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানোর পর টানা ১১ ম্যাচ হেরেছিল ঢাকা। তারা ২০২৪ সালের মৌসুম শেষ করেছিল পয়েন্ট তালিকার তলানিতে থেকে। ১২ ম্যাচে তাদের অর্জন ছিল মাত্র ২ পয়েন্ট। সেই হিসেবে টানা ১৫ ম্যাচে হারের স্বাদ পেলেন সুজন। বিপিএলের ইতিহাসে টানা ১৫ ম্যাচ হারার রেকর্ড নেই আর কোনো কোচের। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচের ভূমিকায় থাকা সুজনের জন্য এটি বিব্রতকর অভিজ্ঞতাই বটে।
উল্লেখ্য, বিপিএলে ২০১২ সালে খালেদ মাহমুদ সুজনের চিটাগং কিংস পঞ্চম হয়েছিল। ২০১৩ সালে বরিশাল বার্নার্সের ৬ষ্ঠ হয়েছিল। ২০১৬ বিপিএলে খালেদ মাহমুদের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস। কিন্তু তারপর থেকেই খালেদ মাহমুদের অধীনে থাকা দল ভালো করতে পারেনি বিপিএলে।