সাভারে হত্যা মামলায় আওয়ামী লীগনেতা গ্রেপ্তার
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আওয়ামী লীগনেতা মনির হোসেন ওরফে মোবাইল মনিরকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে সাভার সিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মনির হোসেন ওরফে মোবাইল মনির সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে সিটি সেন্টার থেকে গ্ৰেপ্তার করে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় সাভার মডেল থানায় পাঁচটি মামলা রয়েছে। তাকে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলামিন নামে এক ইলেকট্রিক মিস্ত্রি হত্যাকাণ্ডের ঘটনায় সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবকে প্রধান আসামি করে ৮৯ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত আল-আমিন মাগুরা জেলার বড়ুয়াতৈল এলাকার তালেব বাবুলের ছেলে। গত ৫ আগস্ট বিকেলে সাভারের রেডিও কলোনি এলাকায় গুলিতে নিহত হন তিনি।