কেন বিপিএলে নিয়মিত নন রিশাদ? জানালেন নিজেই
অভিষেকের পর থেকে বাংলাদেশ দলের অন্যতম সেরা লেগ স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রিশাদ হোসেন। বোলিংয়ের পাশাপাশি ঝড়ো ব্যাটিংয়ে ভালো ফিনিশিং দিতে পারেন, অলরাউন্ডার রিশাদের কদর তাই বেশি থাকা স্বাভাবিক। গত বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। অথচ সেই রিশাদই বিপিএলে নিয়মিত খেলছেন না।
ফরচুন বরিশালের জার্সিতে চার ম্যাচের মধ্যে খেলেছেন দুটিতে। ঢাকায় খেলা ম্যাচগুলোতে তাকে একাদশে রাখেনি বরিশাল। সিলেটে এসে তাকে খেলিয়েছে দল। সর্বশেষ ম্যাচে তিন উইকেট নিয়ে অবদান রাখেন দলের জয়ে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) ম্যাচ শেষে রিশাদ নিজেই জানালেন কেন একাদশে এখনও নিয়মিত নন তিনি।
রিশাদ বলেন, ‘আসলে টিম কম্বিনেশনের জন্যই বাইরে ছিলাম। আমার সেজন্য অস্বস্তি লাগেনি। ভেবেছি, দলের জন্য যা দরকার তা-ই হবে। সবসময় প্রস্তুত থাকি খেলার জন্য। চেষ্টা করি দল যা চায়, সেভাবে নিজের সেরাটা দিতে। সিলেটে খেলাটা উপভোগ করছি।’
বিগ ব্যাশ লিগে সুযোগ পেয়েও খেলতে পারেননি রিশাদ। বিগ ব্যাশের মতো আসরে খেলতে না পারায় কোনো আক্ষেপ আছে কি না, তা নিয়ে রিশাদ বলেন, ‘আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। যা বর্তমান, তা নিয়ে কাজ করি। এখন বিপিএল চলছে, সেদিকে নজর। বিগ ব্যাগ রিজিকে ছিল না।’