সাবেক হুইপ ইকবালুর রহিমের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৮ জানুয়ারি) ৮৭ কোটি টাকার তথ্য গোপনের অভিযোগে এ মামলার অনুমোদন দেওয়া হয় বলে জানায় দুদক।
জানা যায়, দিনাজপুর-৩ আসনের সাবেক এই এমপির বিরুদ্ধে ৭১ কোটি টাকা অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। তবে তার স্ত্রী নাদিরা সুলতানার ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এদিন ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিএন্ডএফ এজেন্ট ইউরো এশিয়া শিপিং লাইনের মালিক আব্দুল মান্নান পাটোয়ারী ও তার শিউলি আক্তারের বিরুদ্ধেও মামলা করেছে দুদক।