পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭.৩ ডিগ্রি
পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ। তাপমাত্রার পারদ নেমে এসেছে এক অঙ্কে। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও বিরাজ করছে এ জেলায়। আজ শুক্রবার (১০ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
কুয়াশা কেটে গিয়ে হিমালয়ের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রার পারদ নিচে নামছে। তবে রাত থেকে শুরু করে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশা ছিল। কুয়াশা কেটে গিয়ে বাতাস প্রবাহিত হতে শুরু করলে তাপমাত্রা আরও নিচে নেমে যায়। সকাল আটটায় জেলায় সূর্যের দেখা মিলেছে। তবে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে, শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। ঠান্ডায় মানুষ ঘর থেকে বের হতে বেগ পোহাতে হচ্ছে।
অসহায়, দরিদ্র, ছিন্নমূল মানুষ, পাথর শ্রমিক, চা শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আর কম্বল কেনার জন্য ৩৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
জেলা শহরের পুরাতন পঞ্চগড় এলাকার জিপু ইসলাম জানান, হঠাৎ তাপমাত্রা নিচে নেমে গেছে। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার পাশাপাশি বাতাস বয়ে যাচ্ছে। সকাল আটটার পর রোধ উঠলেও বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।
জেলা শহরের হোটেল রাজনগর এলাকায় অবস্থানরত দিনমজুর সোহরাব আলী বলেন, ‘কুয়াশা আর বাতাসের কারণে কাজকর্ম কম। আয় রোজগারও কমে গেছে। পরিবার-পরিজন নিয়ে টানাপোড়নের মধ্যে রয়েছি।’