মাইনাস টু ফর্মূলার ইচ্ছে পূরণ হবে না : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে চলে যাওয়ার পর মাইনাস টু ফর্মূলা নিয়ে আলোচনা হচ্ছে। মাইনাস টু নিয়ে এটা মনগড়া কথা। এটা যারা বলছে, তাদের সমস্যা। বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও জনপ্রিয়নেতা তারেক রহমান। দেশের মানুষ তাদের অপেক্ষায় আছে, থাকবে। তাই তাদের ‘উইশফুল থিংকিং’ (ইচ্ছাপূরণের ভাবনা) পূরণ হবে না।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) দীর্ঘ ১৬ বছর পর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে আমীর খসরু এসব কথা বলেন। তার আগে বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রবাসে থাকা নেতাকর্মীরা।
আমীর খসরু মাহমুদ আরও বলেন, এরশাদ পারেনি, ১/১১ সরকার পারেনি। আর এখন তো বিএনপি অনেক বেশি শক্তিশাশী দল। বিএনপি পরিণত দল। দেশে সবেচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে বিএনপি। সুতরাং এ সমস্ত মন গড়া কথার উত্তর দেওয়ার দরকার বলে মনে করি না।
সংস্কার প্রশ্নে আমীর খসরু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে নির্বাচন। এটা দিয়েই শুরু করতে হবে। আগামী দিনের যে পরিবর্তন সবার আকাঙ্খা, এটা গণতান্ত্রিক প্রক্রিয়াই হবে।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে আমীর খসরু বলেন, আন্দোলন তো আমরা করেছি। সরকার আমাদের সাথে আলোচনা করবে, আমরা সরকারের সাথে আলোচনা করবো। আমাদের আন্দোলনের যে প্রেক্ষাপট, আন্দোলনের যে অবদান, ত্যাগ...। আমাদেরকে ‘ডকুমেন্টগুলো’তৈরি করতে হবে। সুতরাং আমরা আমাদের বিষয়টি জাতিকে জানাতে হবে। আগামী দিনের জন্য রেকর্ড রাখতে হবে।
এ সময় তিনি গত ১৫/১৬ বছরে শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে প্রবাসীদের ত্যাগ সম্পর্কে তুলে ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।