আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
বোলিং অ্যাকশন নিয়ে গেল কিছুদিন ধরে আলোচনায় সাকিব আল হাসান। ইংল্যান্ডের পর চেন্নাইতেও বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছেন দেশসেরা ক্রিকেটার। তাতে তার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা জাগে। অবশেষে সেই ধোঁয়াশার খড়গ নেমে এলো নিষেধাজ্ঞার রূপে। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ। পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না বাঁহাতি এ অলরাউন্ডার।
আজ শনিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতি অনুসারে জানা যায়, বার্মিহ্যামের পরীক্ষার পর চেন্নাইতেও ব্যর্থ হয়েছেন সাকিব।
বিসিবি জানায়, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইতে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে যার পুনমূল্যায়নের ব্যবস্থা করা হয়। সেখানেও ব্যর্থ হওয়ায় সাকিবের নিষেধাজ্ঞা বহাল থাকছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে যে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে এও নিষেধাজ্ঞা উঠে যাবে। তার আগ পর্যন্ত বোলিং নয় শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন সাকিব।
গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। এ জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। এরপর দ্বিতীয় দফায় চেন্নাইতে দিয়ে ব্যর্থ হন।
সুতরাং পরবর্তীতে আইসিসির মনোনীত সেন্টারে পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়া না পর্যন্ত সাকিব শুধু ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন। তবে তিনি এর মাঝে বোলিং অ্যাকশন শোধরাতে কাজ করে যেতে পারবেন।
এদিকে বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফিতেও ভাগ্য ঝুলে গেল সাকিবের। শুধু ব্যাটার হিসেবে আইসিসির মেগা টুর্নামেন্টে তাকে খেলানোর সম্ভাবনা নিয়ে শঙ্কা রয়েছে যথেষ্ট।