কোহলিদের নিয়ে যেসব কঠিন সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। সর্বশেষ চার মাসে কোনো সিরিজ জিততে পারেনি কোহলিরা। চ্যাম্পিয়নস ট্রফির আগে দলের এমন বাজে পরিস্থিতিতে ক্রিকেটারদের নিয়ে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই। বাদ যায়নি ক্রিকেটারদের পরিবারও।
গতকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, দেশের বাইরে লম্বা সফর থাকলে ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীদেরকেও দেখা যায় সফরসঙ্গী হতে। বোর্ডার-গাভাস্কার সিরিজ হারের পর এই সুযোগ আর দিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
প্রতিবেদনে আরও বলা হয়, ৪৫ দিনের সফরে দুই সপ্তাহ স্ত্রী-বান্ধবীদের থাকার অনুমতি দেওয়া হবে। শুধু তাই নয় ক্রিকেটারদের নিজের মতো করে যাতায়াত করাতেও থাকছে বাধ্যবাধকতা। এখন থেকে আর কোনো ক্রিকেটার নিজস্ব বাহনে করেন যাতায়াত করতে পারবেন না। সবাইকে সিরিজ চলাকালীন টিমবাসে করে যাওয়া-আসা করতে হবে।
ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফকে নিয়েও নতুন করে ভাবছে বিসিসিআই। প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করা সহকারীদের চুক্তিও তিন বছরের বেশি করা যাবে না বলে সিদ্ধান্ত আসতে পারে। শুধু তাই নয় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দল ভালো না করলে গম্ভীরকেও বরখাস্ত করা হতে পারে বলে গুঞ্জন আছে।
এছাড়া কেউ যদি বেশি মালপত্র বহন করে, তাহলে তাকে বাড়তি ফিও দিতে হতে পারে। কোচ গৌতম গম্ভীরের ব্যক্তিগত ম্যানেজার এখন থেকে ক্রিকেটারদের সঙ্গে বিশেষ সুবিধায় ভ্রমণ করতে পারবেন না। তাকে আলাদা হোটেলে থাকতে হবে। সবমিলিয়ে বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই। মূলত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাওয়া কিছুতেই মানতে পারছেন না রজার বিনির বোর্ড