অস্ট্রেলিয়ার সমর্থকদের কটাক্ষে মেজাজ হারালেন কোহলি
সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স থেকে মাঠের বাইরের নানা ইস্যুতে বেশি আলোচনায় ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। চলমান মেলবোর্ন টেস্টের প্রতিদিনই কিছু না কিছু করছেন কোহলি, যা নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। এবার অস্ট্রেলিয়ার সমর্থকদের কটাক্ষের জেরে মেজাজ হারালেন ডানহাতি এই ব্যাটার।
একদিন আগেই অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে বেশ সমালোচনায় পড়েন কোহলি। যার জেরে তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার পাশাপাশি এক ডিমেরিট পয়েন্ট দেয় আইসিসি। যদিও অপরাধের তুলনায় কোহলির শাস্তি কম হয়েছে বলে মত নেটিজেনদের।
প্রথম দিনের পর মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসেও কোহলিকে আরও একবার কটাক্ষ করলেন অস্ট্রেলিয়া সমর্থকেরা। এবার রাগকে মেজাজ হারালেন তিনি। প্রথম ইনিংসে ৩৬ রান করে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের বলে উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন কোহলি। আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরত যাচ্ছিলেন। ড্রেসিংরুমে ফেরার সময় তাকে লক্ষ্য করে দুয়ো দেন অস্ট্রেলিয়া সমর্থকেরা।
প্রথম দফায় বিষয়টি খুব একটা আমলে না নিলেও কয়েক সেকেন্ডের মধ্যেই মেজাজ হারিয়ে পেছনে বেরিয়ে আসেন কোহলি। ক্ষিপ্ত হয়ে ওই সমর্থকদের কিছু বলতে দেখা যায় তাকে। এর আগে কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে যসশ্বী জয়সওয়াল রানআউট হওয়ার কারণে বেশ চাপে ছিলেন কোহলি। তবে, ইনিংস বড় করতে পারেননি তিনি। অবশ্য কোহলি না পারলেও নিতীশ রেড্ডির সেঞ্চুরিতে ভালো অবস্থানে আছে ভারত। বড় লিড না পাওয়ায় অসিদের জন্য দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই।