দল না গেলেও পাকিস্তানে যেতে পারেন ভারতীয় অধিনায়ক!
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে না ভারত। পাকিস্তানও অন্য কোথাও খেলতে রাজি নয়। সেসব নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে কত জলই না ঘোলা হলো। শেষ পর্যন্ত আইসিসি অবশ্য ভারত ও পাকিস্তান দুই দলকে হাইব্রিড মডেলে রাজি করিয়েছে নানা শর্ত মেনে নেওয়ার পর।
প্রায় তিন দশক পর পাকিস্তানে আইসিসির কোনো ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বড় পরিকল্পনা সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই অনুষ্ঠানে ভারত যাবে কি না, তা জানা না গেলেও শোনা যাচ্ছে ঠিকই অংশ নেবেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় গণমাধ্যম মিন্ট আজ বুধবার (১৫ জানুয়ারি) এমন প্রতিবেদনই প্রকাশ করেছে।
মিন্টের প্রকাশিত প্রতিবেদনে তারা অবশ্য নিশ্চয়তা দিয়ে কিছু জানায়নি। পাকিস্তানে রোহিতের যাওয়ার ব্যাপারটি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র মতে, রোহিত পাকিস্তানে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আগে দল ঘোষণা হোক। পরে সেটি বিবেচনা করা হবে।
তবে, রোহিত গেলে সেটি হতে পারে আগামী ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারি। ১৯ ফেব্রুয়ারি থাকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারত যেহেতু পাকিস্তানে যাবে না, তাই পিসিবিও ভারতে কোনো দল পাঠাবে না ২০২৭ পর্যন্ত। এমন শর্তেই তারা রাজি হয়েছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে।