ছন্দে ফিরতে রঞ্জি ট্রফি খেলতে পারেন রোহিত
ব্যাট হাতে খুবই বাজে সময় পার করছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। বিশেষ করে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এই ওপেনারের টানা ব্যর্থতায় বিরক্ত টিম ম্যানেজমেন্ট। ক্রমাগত অফফর্মের কারণে সিরিজের শেষ ম্যাচে দল থেকে বাদ পড়েন রোহিত। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেন জাসপ্রিত বুমরাহ। দলে নিজের জায়গা ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ রোহিতের। এমতবস্থায় ভারতের ঘরোয়া লিগ রঞ্জি ট্রফিতে খেলতে পারেন রোহিত, এমনটাই জানিয়েছে বেশকটি ভারতীয় সংবাদমাধ্যম।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ ইনিংস ব্যাট করে করেছেন মোটে ৩১ রান। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও হাসেনি তার ব্যাট। দুই সিরিজে এই ব্যাটারের গড় ছিল মোটে ১৩.৩০ রান। রোহিতের ফর্মের প্রভাব পড়েছে দলের ওপরেও। বাংলাদেশ সিরিজে ফলাফল ভারতের পক্ষে থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হতে হয়েছে স্বাগতিকদের। ভারতের মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি দলের সঙ্গে অনুশীলন করতে চেয়েছেন ভারতের অধিনায়ক।
এ বিষয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেছেন, ‘মুম্বাইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করতে আগ্রহ প্রকাশ করেছেন রোহিত। তিনি এ বিষয়ে প্রধান কোচ ওমকার সালাভির সঙ্গে যোগাযোগ করেছেন এবং জানতে চেয়েছেন রঞ্জি ট্রফির পরবর্তী ম্যাচের জন্য কবে থেকে তারা অনুশীলন শুরু করবে। পরের ম্যাচ শুরু হতে এখনও দশদিন বাকি।’
অবশ্য ২০১৫ সালের পর রোহিতকে আর রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যায়নি। দশ বছর পর রোহিত কি তাহলে রঞ্জি ট্রফিতে খেলবেন? অবশ্য মুম্বাইর হাতে যথেষ্ট সময় আছে পরবর্তী ম্যাচগুলোর জন্য দল নির্বাচন করার। এখন দেখার বিষয় রোহিত সেই দলে থাকেন কিনা। আগামী ২৩ জানুয়ারি রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ড শুরু হবে।