গোল উৎসব করে কোপা দেল রে'র কোয়ার্টারে বার্সা
বছরের শুরুটা দারুণ যাচ্ছে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনার। সদ্যই সুপার কাপের শিরোপা জেতা দলটা কোপা দেল রেতেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে। রিয়াল মাদ্রিদের পর রিয়াল বেতিসের সঙ্গেও করল গোল উৎসব। তাতেই নিশ্চিত হলো কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল।
গতকাল বুধবার (১৫ জানুয়ারি) অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ৫-১ গোলে জিতেছে বার্সা। এর আগে, গত রোববার রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে দলটি। সবমিলিয়ে দারুণ ছন্দে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সা। ডি বক্সে ওলমোর পাস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার গাভি। নবম মিনিটেই ব্যবধান দ্বিগুন করতে পারত কাতালানরা, তবে সেটি হয়নি। ওলমোর জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক।
একের পর এক আক্রমণের সুবাদে ম্যাচে ২৭তম মিনিটে লিড বাড়ায় বার্সা। ইয়ামালের বাড়ানো বলে জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার কুন্দে। গোলের সুযোগ পেয়েছিল বেতিসও। তবে, বার্সা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়ার দক্ষতায় জাল অক্ষত রাখে কাতালানরা। এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে বার্সা। বিরতি থেকেই ফিরেই দলকে এগিয়ে নেন রাফিনিয়া। বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান। গোল করার পর রাফিনিয়াকে তুলে নেওয়া হলে তার বদলি হিসেবে নামেন ফেররান তোরেস। মাঠে নামার দুই মিনিট পরই স্কোরলাইন ৪-০ করেন এই ফরোয়ার্ড।
এরপর কফিনে শেষ পেরেক ঠোকেন ইয়ামাল। ম্যাচের ৭৫তম মিনিটে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ১৭ বছর বয়সী উইঙ্গার। শেষদিকে, সফল স্পট-কিকে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হকে। যার ফলে ৫-১ গোলের জয় জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।