রদ্রিগো নৈপুণ্যে কোপা দেল রের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
সবশেষ ২০১৪ সালে কোপা দেল রের শিরোপা ঘরে তুলেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এরপর ৯ বছর কেটে গেলেও শিরোপা জয়ের স্বাদ নেওয়া হয়নি রিয়ালের। যেই কার্লো আনচেলত্তির হাত ধরে ২০১৪তে শিরোপা জিতেছিল রিয়াল, ৯ বছর পর আবারও তার হাত ধরেই সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরল মর্যাদার মুকুট। রদ্রিগোর জোড়া গোলে কোপা দেল রের শিরোপা জিতল লস ব্লাঙ্কোসরা।
গতকাল শনিবার (৬ মে) দিনগত রাতে সেভিয়ার এস্তাদিও দি অলিম্পিকো স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে রিয়ালের জয় ২-১ গোলে। দুটি গোলই করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। আর ওসাসুনার হয়ে একমাত্র গোলটি করেন তোরো।
ম্যাচের শুরু থেকেই ওসাসুনাকে চেপে ধড়ে রিয়াল। যার ফল পেতেও খুব বেশি সময় লাগেনি। ম্যাচের দ্বিতীয় মিনিটের মাথায় গোলের দেখা পেয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পাসে দলকে এগিয়ে নিতে ভুল করেননি আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। কোপা দেল রের ফাইনালে যা গত ৭৭ বছরে রিয়ালের হয়ে দ্রুততম গোলের রেকর্ড।
দ্রুত গোল হজমের পর পাল্টা আক্রমণ করে ওসাসুনাও। ২৬তম মিনিটে গোল লাইন থেকে ওসাসুনার এজালজৌলির শট ফিরিয়ে দেন কারবাহাল। এরপর ৩২তম মিনিটে ফ্রি কিক থেকে গোল পেয়ে যেতে পারত রিয়াল। তবে ডেভিড আলাবার শট একটুর জন্য জালে জড়ায়নি। পোস্টে লেগে ফিরে আসে বল। এরপর বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ করতে না পারায় এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর সমতায় ফিরতে সময় লাগেনি ওসাসুনার। ম্যাচের ৫৮তম মিনিটে তোরোর দূরপাল্লার শটে করা গোলে সমতায় ফেরে ওসাসুনা। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে রিয়াল। যার ফল পেতে দেরি হয়নি। ম্যাচের ৭০তম মিনিটে ব্যবধান ২-১ করে রিয়াল। টনি ক্রুসের দূরপাল্লার শট এক ডিফেন্ডারের পায়ে লাগায় বল পেয়ে যায় রদ্রিগো, ফের গোল করে দলের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান তারকা।
এরপর বাকি সময়ে আর তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে না পারায় ২-১ গোলের জয় নিয়েই শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। এই শিরোপা জয়ের পর এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপায় চোখ লস ব্লাঙ্কোসদের।