নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আ.লীগের দলীয় পতাকা!
বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে উত্তোলন করা হয়েছে আওয়ামী লীগের দলীয় পতাকা। লোকজনের নজর পড়তেই তড়িঘড়ি করে সেটা নামিয়েও ফেলে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা।
স্কুল কর্তৃপক্ষ বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় পতাকার সঙ্গে আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হতো। তাই ভুলক্রমে এক শিক্ষক ওই পতাকা উত্তোলন করেছেন।
এদিকে এই ঘটনায় তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ জানিয়েছেন সেখানে উপস্থিত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ বলেন, আমরা কর্তৃপক্ষের কাছে জানতে চাইব যে, এটা কেন হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, ওই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম না, তাই বিস্তারিত জানি না। তবে বিষয়টি শুনেছি।