জয়ে ফিরতে সিলেটের সামনে কঠিন লক্ষ্য
হ্যাটট্রিক পরাজয়ের পর নিজেদের হোম ভেন্যুতে টানা দুই জয় পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। এরপর একই মাঠে আবারও হার। চায়ের শহরে হারের তিক্ততা নিয়ে এবার চট্টগ্রামের মাটিতে জয়ে ফেরার মিশন সিলেটে। সেই লক্ষ্যে মাঠে নামা সিলেটকে জিততে হলে করতে হবে ১৮৫ রান।
বিপিএলের ২৩তম ম্যাচে আজ শুক্রবার মুখোমুখি হয়েছে সিলেট ও দুর্বার রাজশাহী। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে স্কোরবোর্ডে ১৮৪ রান তুলেছে রাজশাহী।
সিলেটের মতো পরাজয়ের বৃত্তে আটকা রাজশাহীও। নিজেদের অবস্থান শক্ত করতে জয় চাই। সেই লক্ষ্যে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে এনামুল হকের দল। তবে, আগে ব্যাটিং নিয়ে শুরুতে ঠিকঠাক দাঁড়াতে পারেনি রাজশাহী। দলীয় ২৯ রানেই হারায় প্রথম উইকেট। নাহিদুলের শিকার হয়ে ১৯ রানে ফেরেন মোহাম্মদ হারিস।
আরেক ওপেনার জিসান আহমেদ করেন হারিসের চেয়ে এক বেশি। ২০ রান করে তিনিও শিকার হন নাহিদুলের। ওয়ানডাউনে নেমে দলটির অধিনায়ক এনামুল হক বিজয় খেলেন ৩২ রানের ইনিংস। চারে নেমে ২৭ বলে ৪১ করেন রায়ান বার্ল। এটাই রাজশাহীর ব্যাটারদের ব্যক্তিগত সর্বোচ্চ।
এ ছাড়া বেশি বড় ইনিংস খেলতে পারেননি কেউ। সবার ছোট ছোট সংগ্রহতে ভর করে শেষ পর্যন্ত সিলেটকে ১৮৫ রানের শক্ত লক্ষ্য দিতে পেরেছে দুর্বার রাজশাহী।
সিলেটের হয়ে ৩২ রান খরচায় তিন উইকেট নেম রুহেল মিয়া। ২০ রান দিয়ে দুই উইকেট নেন নাহিদুল ইসলাম। নিহাদুজ্জামানের শিকারও দুটি।