তামিমের সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন সাব্বির
চলতি বিপিএলে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তামিম ইকবাল। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে মাঠে কথার লড়াইয়ে নেমেছিলেন অন্তত দুবার। প্রথমে অ্যালেক্স হেলসের সঙ্গে। সর্বশেষ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাব্বির রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তামিম।
ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন গতকাল হঠাৎই সাব্বিরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তামিম। এই সময় তামিম তাকে বলেন, বেশি লাগতে যাইয়ো না সাব্বির, আমার সাথে বেশি লাগতে যাইয়ো না। এরপর অস্পষ্ট ভাষায় আরও কিছু কথা বলেছিলেন। এতে তামিমের দিকে এগিয়ে আসেন সাব্বির। পরিস্থিতি বেশি ঘোলাটে হওয়ার আগে তা সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ও আম্পায়াররা।
তবে এই ঘটনায় মুখ খুলেছেন সাব্বির। বেসরকারি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির অবশ্য এটিকে অতীত বলেই ভেবে নিচ্ছেন। ঘটনার ব্যাখ্যা দিয়ে সাব্বির জানান, তামিমের প্রতি তার কোনো ক্ষোভ নেই। মাঠের ঝামেলা সেখানেই শেষ।
সাব্বির বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা সেখানেই শেষ হয়ে গেছে। তামিম ভাই আমার সিনিয়র। উনি বড় ভাই এবং কিংবদন্তি ক্রিকেটার। এমন ক্রিকেটার বাংলাদেশে আসবেও না। হঠাৎ করেই এটা হয়ে গেছে। আমি কিছু মনে করিনি। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করি সম্পর্কটা ভবিষ্যতেও ভালো থাকবে।’