টানা আট জয়ে শীর্ষেই রইল মোহামেডান
অদম্য গতিতে ছুটছে ঢাকা মোহামেডান। মতিঝিলপাড়ার ক্লাবটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তুলে নিয়েছে টানা অষ্টম জয়। আট রাউন্ড শেষে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল সাদাকালোরা। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) মোহামেডান ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
জয়ের ধারায় থাকা মোহামেডান এগিয়ে যায় শুরুতেই। ম্যাচের ১২তম মিনিটে গোলের দেখা পায় দলটি। মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে গোলটি করেন ফরোয়ার্ড ইমানুয়েল সানডে। ব্রাদার্সের ডি-বক্সে বল পেয়ে জুয়েল সেটি ঠেলে দেন সানডের কাছে। নাইজেরিয়ান ফরোয়ার্ড বাকি কাজটা সেরেছেন কোনাকুনি শটে। ব্রাদার্সের অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম চেষ্টা করেও বাঁচাতে পারেননি গোল।
এরপর গোটা ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল মোহামেডান। কখনও ব্রাদার্সের রক্ষণভাগের দৃঢ়তায়, কখনও মোহামেডানের নিজেদের ভুলে গোল হয়নি। সমতায় ফেরার চেষ্টা করেছিল ব্রাদার্সের ফুটবলাররাও। শেষ দিকে ম্যাচে ফেরার ভালো সুযোগও তৈরি করেছিল দলটি। কিন্তু, ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি। তাতে মোহামেডান তুলে নেয় ন্যূনতম ব্যবধানের জয়।