উড়তে থাকা রংপুরকে বেশিদূর যেতে দিল না চিটাগাং
চলতি বিপিএলের সেরা দল কোনটি? নিঃসন্দেহে উত্তরটা-রংপুর রাইডার্স। জয়ের পরিসংখ্যান ও দলটির দুরন্ত ফর্ম অন্তত সেটাই বলে। এই উড়ন্ত দলটিকেই এবার নিজেদের মাঠে বেশিদূর যেতে দিল না চিটাগাং কিংস। সাগরিকায় রংপুরকে থামিয়ে ১৬৫ রানের লক্ষ্য পেল মোহাম্মদ মিঠুনের দল।
বিপিএলের ২৪তম ম্যাচে আজ শুক্রবার মুখোমুখি হয়েছে চিটাগাং কিংস ও রংপুর রাইডার্স। দুই টেবিল টপারের লড়াই নিয়ে আগ্রহও ছিল তুমুল। এমন হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে স্কোরবোর্ডে ১৬৪ রান তুলেছে রংপুর।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে রংপুর। টানা ৭ ম্যাচে জিততে থাকা রংপুর আজ শুরুতেই উইকেট হারায়। দলীয় ৯ রানে হারায় ওপেনার তাওফিক খান। পরের জুটি অবশ্য ৬৩ রান পর্যন্ত যায়। থিতু হয়ে কিছুটা লড়াই করেন সাইফ হাসান ও স্টিভেন টেইলর। ৫৪ রানের এই জুটি ভাঙেন আলিস আল ইসলাম। এলবির ফাঁদে ফেলে সাইফকে ১৭ রানে মাঠ ছাড়া করেন তিনি।
এরপর ৩৯ রান করে বিদায় নেন টেইলরও। চারে নেমে ইফতেখার আহমেদ আজ চড়াও হতে পারেননি। ৩ রানে তাকে ড্রেসিংরুমের পথ দেখান আরাফাত সানি। অধিনায়ক নুরুল হাসান সোহানও পারেননি থিতু হতে। ৮ রানে ফেরেন দলটির অধিনায়ক।
দ্রুত উইকেট হারানোর পর রানের গতি কমে যায় রংপুরের। সেখান থেকে দলকে টানেন খুশদিল শাহ। স্রোতের বিপরীতে থেকে ঝড় তোলেন খুশদিল। তার ব্যাটে চড়েই শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পেল রংপুর রাইডার্স। ৫৯ রান করে থামেন খুশদিল শাহ। ২৮ বল দিয়ে যা সাজানো সাত ছক্কা ও দুই চারে।
চিটাগাংয়ের হয়ে বল হাতে ২৮ রান দিয়ে দুই উইকেট নেন আলিস আল ইসলাম। সমান দুই উইকেট নিতে মোহাম্মদ ওয়াসিম খরচা করেন ৪২ রান।