কেন মেসিকে ঈর্ষা করতেন এমবাপ্পে, কারণ জানালেন নেইমার
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র—বিশ্বের সেরা তিন ফরোয়ার্ডকে একসঙ্গে করে রীতিমত ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে, অন্যান্য ত্রয়ীর মতো সফল হতে পারেননি তারা। তিনজনকে কখনও এক সুরে বাঁধা মনে হয়নি। উল্টো এমবাপ্পের সঙ্গে মেসি ও নেইমারের দ্বন্দ্বের গুঞ্জন বারেবারে সামনে এসেছে। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন নেইমার।
সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক পডকাস্টে পিএসজিতে মেসি ও এমবাপ্পের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খোলেন নেইমার। এমবাপ্পে প্রসঙ্গে নেইমার বলেন, ‘এমবাপ্পের সঙ্গে আমার কিছু বিষয় ছিল, সামান্য মনোমালিন্যও হয়েছিল। তবে সে আমাদের ভিত্তি ছিল, আমি তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম। সব সময় তার সঙ্গে খেলতাম। তাকে বলতাম, সে বিশ্বসেরাদের একজন হবে। সব সময় তাকে সাহায্য করতাম, অনেক কথা বলতাম, সে আমার বাড়িতে আসত, আমরা একসঙ্গে রাতের খাবার খেতাম।’
মেসি-এমবাপ্পের দ্বন্দ্বের বিষয়ে নেইমারের ভাষ্য, ‘আমরা জুটি গড়ে ভালো কয়েকটি বছর কাটিয়েছি। কিন্তু মেসি আসার পর সে (এমবাপ্পে) একটু ঈর্ষান্বিত হয়ে পড়ে। আমাদের মধ্যে লড়াইও হয়, তার আচরণে পরিবর্তন আসে। অহংবোধ থাকা ভালো; কিন্তু আপনাকে বুঝতে হবে যে একা খেলা যায় না। পাশে আরেকজনকে দরকার পড়বে। (দলে) প্রায় সব জায়গায়ই অহংবোধ ছিল, এভাবে কোনো কিছুই ঠিকঠাক হতে পারে না। কেউ যদি না দৌড়ায় এবং কেউ সাহায্য না করে, তাহলে কোনো কিছুই জেতা সম্ভব নয়।’