নেইমারের মায়ামিতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন মাসচেরানো
২০২৩ সালে ৯ কোটি ইউরোয় ফরাসি ক্লাব পিএসজি ছাড়েন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কিন্তু চোটের কারণে সৌদি ক্লাব আল-হিলালের হয়ে খেলতে পেরেছেন কেবল সাত ম্যাচ। ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। গুঞ্জন রয়েছে চুক্তি নবায়ন নয় নেইমারের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো।
সম্প্রতি সিএনএনের সঙ্গে এক আলাপচারিতায় নেইমার ইন্টার মায়ামির যাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেন মাসচেনারো। এই বিষয়ে তিনি বলেন, ‘নেইমারের মতো খেলোয়াড়কে কে না দলে পেতে চায়। তবে তার দলে আপাতত সেটা অসম্ভব। আমরা নেইমারের বিষয়ে কথা বলতে পারি না, কারণ (এর জন্য) আমাদের কিছুই নেই ‘
মাসচেনারো আরও যোগ করেন, ‘অবশ্যই নেইমার অসাধারণ এক খেলোয়াড়। বিশ্বের প্রত্যেক কোচই তাকে পেতে চাইবে; কিন্তু এই মুহূর্তে এখানে দলগুলোর বেতনের সীমা নিয়ে এমএলএসের একটা নিয়ম আছে। তাতে, বর্তমানে তাকে দলে আনার চেষ্টা করাটাও অসম্ভব।’
এর আগে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এমএসএন ত্রয়ীর পুনর্মিলন হওয়ার ইঙ্গিত দেন নেইমার। ওই সাক্ষাৎকারে নেইমার জানান, ‘নিশ্চিতভাবেই মেসি এবং সুয়ারেজের সঙ্গে একত্রে খেলতে পারা অবিশ্বাস্য কিছু। তারা আমার বন্ধু। আমরা এখনও পরস্পরের সঙ্গে কথা বলি। সেই ত্রয়ী-আক্রমণ (এমএসএন) আবারও পুনরিজ্জীবিত করা খুবই উপভোগ্য হবে। আমি আল-হিলালে খুশি, সৌদি আরবে ভালো আছি। তবে কে জানে, ফুটবল তো বিষ্ময় ও চমকে পরিপূর্ণ।’