বিপিএলে ম্যাচপ্রতি কত টাকা পাচ্ছেন আম্পায়ার সৈকত?
গত বছরের শেষে ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দারুণ আম্পায়ারিংয়ে বেশ সুনাম কুড়িয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার আম্পায়ারিং করছেন নিজের দেশের ঘরোয়া লিগ বিপিএলে। আন্তর্জাতিক স্বীকৃতসম্পন্ন সৈকতকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে বিসিবিও। বেতনের দিক দিয়েও তাকে সম্মান জানাল বিসিবি।
গত মার্চে আইসিসির এলিট প্যানেলে নাম লেখান সৈকত। বিপিএলে ম্যাচ পরিচালনা করা প্রথম এলিট প্যানেল আম্পায়ার তিনি। গত বৃহস্পতিবার চট্টগ্রামে চিটাগং কিংস–খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে এবারের বিপিএলে মাঠে নেমেছেন আম্পায়ার সৈকত। চলতি টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। যদিও বিপিএলের প্লে-অফ বা ফাইনালে আম্পায়ার হিসেবে দেখা যাবে না তাকে। কারণ চলতি মাসের শেষদিকে ইংল্যান্ডের ভারত সফরে তাকে ম্যাচ পরিচালনা করতে হবে। ফলে বিপিএলের ফাইনালে মাঠে দাঁড়ানো হবে না তার।
সৈকতকে বিপিএলের প্রতি ম্যাচে ২০০০ ডলার দেওয়া হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ ৪৩ হাজার টাকার কিছু বেশি। এমনটাই জানিয়েছেন, বিসিবির আম্পায়ার্স বিভাগের দায়িত্বে থাকা পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। বিপিএলের ইতিহাসে দায়িত্ব পালন করা প্রথম এলিট প্যানেলে আম্পায়ার তিনি। বিপিএলের ইতিহাসে এর আগে ম্যাচপ্রতি এমন রেকর্ড পরিমান পারিশ্রমিক পাননি আর কোনো আম্পায়ার।
উল্লেখ্য, এবারের বিপিএলে আম্পায়ারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। স্থানীয়রা ৩৫ হাজার টাকার পরিবর্তে ম্যাচপ্রতি পাচ্ছেন ৫০ হাজার টাকা। আর আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে থাকা আম্পায়ারদের প্রতি ম্যাচের পারশ্রমিক ৫০০ ডলার থেকে ৬০০ ডলারে উন্নীত করা হয়েছে।