শুক্রবার শুরু সিডনি টেস্ট, অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে সৈকত
বাংলাদেশের আম্পায়ারদের মান নিয়ে রয়েছে অজস্র অভিযোগ। তার মাঝেও আশার আলো হয়ে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক অঙ্গনে একের এক সাহসী সিদ্ধান্তে বেশ আলোচনায় ৪৮ বছর বয়সী এই আম্পায়ার। সদ্য সমাপ্ত মেলবোর্ন টেস্টে তার একটি সিদ্ধান্ত ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। এমতবস্থায় শুক্রবার শুরু হতে যাওয়া সিডনি টেস্টে টিভি আম্পায়ার নয় অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।
বাংলাদেশ থেকে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম ও একমাত্র ব্যক্তি ৪৮ বছর বয়সী শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এখন পর্যন্ত ২৪টি টেস্ট, ১০০টি ওয়ানডে ও ৭৩টি টি-২০ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সবশেষ মেলবোর্ন টেস্টে তার আম্পায়ারিং ব্যাপক প্রশংসিত হয়েছে। আম্পায়ার হিসেবে সৈকতের এমন সাফল্য সামনে আরও সুযোগের দ্বার প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। এতে দিন শেষে বাংলাদেশ ক্রিকেটেরই লাভ হবে।
সিডনিতে ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে সৈকতের সাথে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন মাইকেল গফ। উইলসন চলে যাবেন থার্ড আম্পায়ারের ভূমিকায়। দুটি ম্যাচেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
নানা কারণে আলোচনায় এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফি। পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে জয় পেলেও পরের তিন ম্যাচে রীতিমত মুখ থুবড়ে পড়েছে ভারত। এমতবস্থায় সিরিজ বাঁচাতে সিডনি টেস্টে জয়ের বিকল্প নেই রোহিতদের সামনে। সেই লক্ষ্য মাথায় নিয়ে শুক্রবার ভোরে পঞ্চম ও শেষ টেস্টে মাঠে নামছে সফরকারীরা। এই টেস্টে ভারতের জন্য দুশ্চিন্তার কারণ পেসার আকাশদীপের ছিটকে যাওয়া। চোটের কারণে এই ম্যাচে তার খেলা হচ্ছে না।