সাইফ আলি খানের ওপর হামলাকারী আটক
বলিউড অভিনেতা সাইফ আলি খানের মুম্বাইয়ের বাড়িতে ঢুকে ছুরিকাঘাতের অভিযোগে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার (১৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন।
আজ রোববার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডেপুটি কমিশনার অফ পুলিশ দীক্ষিত গেদাম জানিয়েছেন, বুধবার রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টার ঘটনায় তারা একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন। তিনি বলেন, অভিযুক্তের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।
পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, অভিযুক্তরা অভিনেতার বাড়িতে ডাকাতি করার জন্য প্রবেশ করেছিল।
দীক্ষিত গেদাম আরও বলেন, "আমরা তার কাছ থেকে কিছু জিনিসপত্র উদ্ধার করেছি। সে অবৈধভাবে ভারতে এসেছিল এবং তার নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিল। সে প্রায় চার মাস ধরে মুম্বাইতে বসবাস করছে এবং একটি গৃহস্থালি সংস্থায় কাজ করছিল।"
পুলিশের মতে, অভিযুক্ত অবিবাহিত এবং কয়েক মাস আগে পর্যন্ত একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করত। সে বর্তমানে বেকার ছিল এবং পুলিশের ধারণা, সে বড় অঙ্কের টাকার জন্য এই চুরির চেষ্টা করেছিল।
দীক্ষিত গেদাম আরও বলেন, অভিযুক্তকে থানে থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অনুপ্রবেশকারী বাড়ির পেছনের ফায়ার এক্সিট দিয়ে অভিনেতার বাড়িতে প্রবেশ করে। তার কাজের মেয়ে তাকে দেখতে পেয়ে চিৎকার করে। সাইফ আলি খান তার মুখোমুখি হলে আক্রমণকারী তাকে ছয়বার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিনেতাকে দ্রুত নিকটবর্তী লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন সুস্থ হয়ে উঠছেন।
ডাকাত টাকা চেয়েছিল এবং যখন সে বাধা দেয়, তখন সে গৃহকর্মী জুনু এবং সাইফ আলি খানের ওপর আক্রমণ করে এবং তাদের আহত করে। কারিগরি প্রমাণের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। অভিযুক্তের নাম শরিফুল ইসলাম শেহজাদ।
পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ সম্পর্কিত ধারায়ও অভিযোগ আনা হয়েছে।