বৌদ্ধভিক্ষুকে হত্যা করেছে স্বজনরাই : স্বরাষ্ট্রমন্ত্রী
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু মংসই উকে (৭৮) তাঁর স্বজনরাই হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একই সঙ্গে এ হত্যাকাণ্ডকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেন তিনি।
আজ শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সাংবাদিকদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেন, বান্দরবানে বৌদ্ধভিক্ষু হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা কি না? জবাবে মন্ত্রী বলেন, ‘এটা বিচ্ছিন্ন ঘটনা। তাদের আত্মীয়স্বজনরা করছে।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা প্রত্যেক হত্যাকাণ্ড তদন্তের মাধ্যমে তার বিচার করতে পেরেছি। একমাত্র সাগর-রুনি হত্যাকাণ্ডের এখনো কোনো বিচার হয়নি।’
এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাইশারী ইউনিয়নের উত্তর চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উর (৭৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সকালে স্থানীয় পুণ্যার্থীরা খাবার নিয়ে বৌদ্ধ বিহারে গেলে ভিক্ষুর লাশ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ভিক্ষুর লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ক্যায়াং থেকে বৌদ্ধ ভিক্ষুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশে বক্তব্য দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।