ময়মনসিংহে মাদক না বেচায় ফরহাদকে হত্যা
মাদকদ্রব্য বিক্রি করতে রাজি না হওয়ায় ময়মনসিংহ শহরের বিদ্যুৎমিস্ত্রি ফরহাদকে (২৪) হত্যা করা হয়েছে। তাঁর বড় ভাই সামসুল হক আজ রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গের সামনে এই অভিযোগ করেছেন।
আজ ভোরে শহরের ভাঙ্গারপুল এলাকায় ময়লার ডোবা থেকে ফরহাদের লাশ উদ্ধার করা হয়। তিনি ভাঙ্গারপুল এলাকার মেঘা মিয়ার ছেলে। তিনি একসময় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। মৃত্যুর আগে বিদ্যুৎমিস্ত্রির কাজ করেছেন।
ফরহাদের বড় ভাই সামসুল হক আজ লাশকাটা ঘরের সামনে এনটিভি অনলাইনের কাছে অভিযোগ করেন, এলাকার মাহমুদ ও রবিন তাদের সহযোগী মামুন ও মাসুমকে নিয়ে তাঁর ভাইকে হত্যা করেছে। তাঁর ভাইকে দিয়ে মাদকদ্রব্য বিক্রি করাতে না পারায় তারা এই হত্যাকাণ্ড ঘটায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ভোরে স্থানীয়রা ফোন করে ডোবায় লাশ পড়ে থাকার খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে। লাশের গলা কাটা এবং দেহে ধারালো অস্ত্রের সাত-আটটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এ ব্যাপারে নিহতের মা সালেহা বেগম কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে আসামিদের নাম প্রকাশ করেননি ওসি কামরুল। তিনি জানান, হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।