তুরস্ক থেকে রাষ্ট্রদূতকে তলব
তুরস্কের আঙ্কারা থেকে রাষ্ট্রদূতকে ডেকে আনছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, ‘পরামর্শের জন্য’ রাষ্ট্রদূতকে ডেকে আনা হচ্ছে।
আঙ্কারা থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর কথা মন্ত্রী জানালেও, রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী পরে টেলিফোনে বিবিসিকে বলেন, তিনি এখনো এ ধরনের কোনো তলব পাননি।
তুরস্কের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তুরস্ক এখনো আমাদের জানায়নি যে তারা তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্য দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানো একটি স্বাভাবিক প্রক্রিয়া।’
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি নিয়ে তুরস্কের বর্তমান সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এই ফাঁসির নিন্দা না করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান খোলাখুলি ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন।
দিল্লিতে তুরস্কের রাষ্ট্রদূত বুরাক আকচাপার গত সপ্তাহে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেন, ‘নিজামীকে ফাঁসি দিয়ে বাংলাদেশ বড় ধরনের ভুল করেছে।’
তবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী দাবি করেন, ‘তুরস্কের সাথে সম্পর্কে কোনো টানাপড়েন নেই।’ তিনি বলেন, ‘সম্পর্ক স্বাভাবিক, অসুবিধা নেই।’