হঠাৎ নিম্ন আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি
হঠাৎ করেই ঢাকার নিম্ন আদালত পরিদর্শন করলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আজ সোমবার সকাল সোয়া ১০টা থেকে প্রায় এক ঘণ্টা ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাসে বসে প্রধান বিচারপতি বিচারকাজ পর্যবেক্ষণ করেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান বিচারপতির উপস্থিতি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন মামলার শুনানি গ্রহণ করেন। বেলা সোয়া ১১টার দিকে প্রধান বিচারপতি এজলাস থেকে নেমে যান।
এর আগে প্রধান বিচারপতি আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত ও মুখ্য বিচারিক হাকিমের আদালতগুলো পরিদর্শন করেন। নিম্ন আদালতের হাজতখানা ঘুরে দেখেন তিনি।