হিলারি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ প্রার্থী হিসেবে আখ্যা দিয়েছেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের একটি হোটেলে দেওয়া ভাষণে ট্রাম্প হিলারি ক্লিনটনের এ সমালোচনা করেন। রয়টার্স এ খবর জানিয়েছে।
নানা কারণে ইতিমধ্যেই বিশ্বব্যাপী সমালোচিত ট্রাম্প বলেন, আগামী নির্বাচনে তিনি এমন একজনের মুখোমুখি হতে যাচ্ছেন যিনি ‘বিশ্বমানের মিথ্যুক’ এবং ‘মুনাফার রাজনীতিতে অভিজ্ঞ’। পাশাপাশি তিনি একাধিকবার হিলারিকে এ যাবৎকালের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে ‘সম্ভবত সবচেয়ে অসৎ’ বলে আখ্যায়িত করেন।
ট্রাম্প বলেন, ‘তিনি নিজে ধনী হওয়ার জন্য আপনাকে দরিদ্র বানাবেন’। একই সঙ্গে সাবেক ফার্স্ট লেডি এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণিজ্য, পররাষ্ট্রনীতি এবং অভিবাসন বিষয়েরও তীব্র নিন্দা করেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে গত মঙ্গলবার নিউইয়র্কেই এক নির্বাচনী সমাবেশে প্রতিদ্বন্দীকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়েছিলেন হিলারি ক্লিনটন। তাঁর ওই বক্তব্যের পরের দিনই প্রতিআক্রমণ করলেন ট্রাম্প।
তবে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারিকেই এগিয়ে রাখছে জরিপগুলো।
সম্প্রতি ‘রয়টার্স ইপসোস জরিপে’ দেখা গেছে ডেমোক্রেটিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পিছিয়ে পড়েছেন ট্রাম্প। চলতি সপ্তাহের জরিপে দেখা গেছে, ৪৫ দশমিক ৫ শতাংশ আমেরিকান ভোটার হিলারিকে সমর্থন করছে। অন্যদিকে, ৩৪ দশমিক ৮ শতাংশ মানুষ ট্রাম্পকে সমর্থন করছে। গত রোববার হিলারির পক্ষে সমর্থন দেখা গেছে ৪৬ দশমিক ৬ শতাংশ এবং ট্রাম্পের ৩২ দশমিক ৩ শতাংশ।