এসপির স্ত্রী হত্যার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার দুই আসামি মো. রাশেদ ও আবদুন নবী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আরো বলেন, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে গত রাতে তাঁকে জানানো হয়, রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি ইটের ভাটা এলাকায় বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। ডিবির পক্ষ থেকে তাদের লাশ উদ্ধারের কথা বলা হয়। এরপর লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানতে চাইলে সিএমপির জনসংযোগ কর্মকর্তা সহকারী কমিশনার (এসি) মো. আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
এ ব্যাপারে সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।
বন্দুকযুদ্ধে নিহত মো. রাশেদ ও আবদুন নবীর বাড়ি রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকায়। গত ২১ জুন চট্টগ্রামের বোয়ালখালী থেকে তাঁদের আটক করা হয় বলে বিভিন্ন সময়ে দাবি করেছেন স্বজনরা।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলে নেওয়ার পথে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের কোপ ও গুলিতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে একটি মামলা করেন।