সন্ত্রাসী হামলায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
ঢাকার গুলশান ও কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গোলিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বরং যেভাবে এসব ঘটনা সরকারের পক্ষ থেকে মোকাবিলা করা হয়েছে তা প্রশংসার যোগ্য।
এ এইচ মাহমুদ আলী বলেন, ‘এটা অবশ্যই দুঃখজনক ঘটনা এবং নিন্দনীয় ব্যাপার। তবে যেভাবে আমরা পরিস্থিতি মোকাবিলা করেছি তা প্রশংসনীয়। আমি মনে করি না যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে প্রাণহানির কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় তো সেসব দেশের ভাবমূর্তি নষ্ট হয়নি। তাহলে বাংলাদেশের ভাবমূর্তি কেন ক্ষুণ্ণ হবে? এটাকে নেতিবাচকভাবে নেওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশ ছেড়ে কোনো বিদেশি চলে যাননি। মন্ত্রীর দাবি, আহত এক জাপানি নাগরিক যিনি জাইকার কর্মকর্তা তিনি এবং গুলশানে হলি আর্টিজান বেকারিতে নিহতদের পরিবারের সদস্যরা বাংলাদেশ সফর অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
সন্ত্রাসীদের মোকাবিলা এবং পরাজিত করাই মূল বিষয় বলে মন্তব্য করেন এ এইচ মাহমুদ আলী। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে সবাইকে এই বার্তা দেওয়া যে এসব ঘটনায় আমরা ভয় পাইনি। আমরা কেউ ভীত নই।’
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র দেশের প্রয়োজন হলে সেই অনুযায়ী বিদেশি সাহায্য নেওয়া হবে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রয়োজন বিবেচনা করে বিদেশি সাহায্য নেওয়া হবে বলেও জানান তিনি।