অলিম্পিকে বাংলাদেশের পতাকা সিদ্দিকুরের হাতে
প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। তাই দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসেন গলফার সিদ্দিকুর রহমান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এই গলফারের হাতে নতুন একটি দায়িত্ব তুলে দিচ্ছে। রিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করবেন সিদ্দিকুর।
আজ বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবে বিওএর সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অলিম্পিকের জন্য নির্বাচিত খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন। মূলত সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারের অলিম্পিক গেমসে বাংলাদেশের পাঁচজন ক্রীড়াবিদ অংশ নেবেন। গলফার সিদ্দিকুর রহমান সরাসরি অংশ নেবেন। এ ছাড়া ওয়াইল্ড কার্ড নিয়ে আরো চারজন আরচ্যারির শ্যামলী রায়, শ্যুটার আবদুল্লাহেল বাকী এবং সাঁতারে মাহফিজুর রহমান ও সনিয়া আক্তার অংশ নেবেন বলে নিশ্চিত করেছে বিওএ।
এ ছাড়া আরো দুই ক্রীড়াবিদ অ্যাথলেট মেসবাহ আহমেদ এবং শিরিন আক্তারও এবারের অলিম্পিকে অংশ নিতে পারেন। তাঁদের ব্যাপারে এখনো আলোচনা চলছে।