কে কোথায় অবস্থান করছে তা সরকার জানে : স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গিদের অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমাদের কিন্তু সব জানা আছে। কে কোথায় অবস্থান করছে আমাদের সব জানা আছে।
আজ রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সভার আয়োজন করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় অংশ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আহ্বান করছি এ বিপথগামী ছেলেরা যেন ফিরে আসে। তাদের সংখ্যা কম, অল্প কয়েকজন। আমাদের কিন্তু সব জানা আছে। কে কোথায় অবস্থান করছে আমাদের সব জানা আছে। আমরা কঠোর হতে চাই না। আমরা চাই তারা তাদের সেসব কাজকর্ম বন্ধ করুক।’
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের কিছু কিছু প্রতিষ্ঠানে এ ধরনের চর্চা শুরু হয়েছে যেখানে আমাদের ছেলেমেয়েদের বিপথগামী করার প্রক্রিয়া চলছে। নাম বলার প্রয়োজন নেই, নাম সবাই জানে। নাম বলা হয়নি এমন প্রতিষ্ঠানও আছে। আমরা এগুলোর প্রতি নজর রাখছি। প্রায় চার বছর ধরে আমরা এর পেছনে লেগে আছি। আমরা একটি বিশ্ববিদ্যালয়কে তিন বছর আগে কয়েকটি করণীয় নির্ধারণ করে দিয়েছিলাম। যে এগুলো বাস্তবায়িত করেন আর আমাদের জানান। তাঁরা আমাদের এখনো জানাননি।’
২১ জুলাই থেকে পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা আয়োজন করার কথা জানান শিক্ষামন্ত্রী।
সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতগুলো সমস্যা আছে। সমস্যাগুলোর কারণে এ জঙ্গিসমস্যাটা সামনে চলে আসে। অনেক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অস্বচ্ছতা আছে। আমরা শুধু ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলি। জাতীয় দিবস পালন করা হয় না এমন পাবলিক বিশ্ববিদ্যালয়ও আছে।’