টেস্টেও শতক বিরাট কোহলির
একের পর এক শতক করাটা যেন অভ্যাসই বানিয়ে ফেলেছেন বিরাট কোহলি। সেটা টি-টোয়েন্টিই হোক বা টেস্ট ক্রিকেট। আইপিএলের এক আসরে চারটি শতকের রেকর্ড গড়ার পর টেস্ট ক্রিকেটেও নিজের জাত চেনাচ্ছেন ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই কোহলির ব্যাট থেকে এসেছে শতরানের ইনিংস। ১৪৩ রানে অপরাজিত থেকে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন ভারতের অধিনায়ক। কোহলির শতকে ভর করে প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করেছে সফরকারী ভারত।
২,৯৯৪ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলেন কোহলি। ছয় রান করেই স্পর্শ করে ফেলেছেন তিন হাজার রানের মাইলফলক। মধ্যাহ্নবিরতির পর ব্যাট করতে নেমে পুরো দিনই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নাজেহাল করেছেন ভারতের অধিনায়ক। প্রথম দিন শেষ করেছেন অপরাজিত থেকে। রানও সংগ্রহ করেছেন বেশ দ্রুতগতিতে। ১৪৩ রানের ইনিংসটি তিনি খেলেছেন মাত্র ১৯৭টি বল মোকাবিলা করেছে। চার মেরেছেন ১৬টি।
কোহলির মতো শতকের দেখা পেয়ে যেতে পারতেন শিখর ধাওয়ানও। উইকেটে বেশ জাঁকিয়েই বসেছিলেন ভারতের এই ওপেনার। কিন্তু ৮৪ রানের মাথায় লেগস্পিনার দেবেন্দ্র বিশুর বলে পড়ে যান এলবিডব্লিউর ফাঁদে। শতকের খুব কাছাকাছি এসেও আউট হয়ে যাওয়ায় কিছুটা হতাশই হয়েছেন ধাওয়ান। দিনের খেলা শেষে তিনি বলেছেন, ‘আমাদের দলীয় লক্ষ্য ছিল কোনো সেশনের শুরু বা শেষের দিকে উইকেট না হারানো। কিন্তু একটি সেশনের শেষের দিকে আউট হওয়ার পর আমার খারাপ লেগেছে। ভালো কোনো ডেলিভারিতে আমি আউট হইনি। কিন্তু এখান থেকে আমি শিক্ষা নিয়েছি। আর পরে সেটা কাজে লাগাব। শতক মিস করায় খারাপ লেগেছে। কিন্তু ৮৪ রানের ইনিংস খেলে ভালোভাবে শুরু করতে পেরে আমি খুশি।’
প্রথম দিনে কোহলির শতকের পাশাপাশি ধাওয়ানের এই ৮৪ রানের ইনিংসটি সত্যিই ভালো অবস্থানে নিয়ে গেছে ভারতকে। ৭৪ রানে দুই উইকেট হারানোর পর কোহলি ও ধাওয়ান গড়েছিলেন ১০৫ রানের জুটি।
ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে ও ওপেনার মুরলি বিজয়। ৬৭ বলে ১৬ রান করে আউট হয়েছেন পুজারা। রাহানের ব্যাট থেকে এসেছে ২২ রান। আর ৭ রান করে সাজঘরে ফিরেছেন বিজয়। প্রথম দিন শেষে কোহলির সঙ্গে অপরাজিত আছেন রবিচন্দ্রন অশ্বিন (২২)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন লেগস্পিনার বিশু।