নরসিংদীতে ট্রলার ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৯
নরসিংদীর রায়পুরা উপজেলার জংলী শিবপুর বাজারঘাটের কাছে আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবিতে নিহতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীরা হলো বেলাব উপজেলার বারৈচা গ্রামের মিলন মিয়ার মেয়ে মার্জিয়া (২), দেওয়ানের চর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব (১৩), একই এলাকার আক্তার হোসেনের ছেলে সম্রাট (৪), রবিউল আক্তারের মেয়ে সুমাইয়া (৩) ও নবীউল্লাহর স্ত্রী মালা খাতুন (৭০)। বারৈচা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে ইয়াসিন(৭), দেওয়ানের চর গ্রামের প্রয়াত মিয়া বকসের স্ত্রী ফুলেসা (৬৫), আক্তার হোসেনের ছেলে সুমন (৪) ও জেরিন (৮)।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, জংলী শিবপুর বাজারঘাট থেকে নারী, পুরুষ, শিশুসহ শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গনি শাহর মাজারে যাওয়ার উদ্দেশে রওনা দেয়। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পর পরই নৌকাটি ডুবে যায়।
নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) মোরশেদ জামান তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, নৌকাডুবির পর যাত্রীদের বেশির ভাগই সাঁতরে পাড়ে উঠে আসেন। এ ছাড়া স্থানীয়রাও উদ্ধারকাজে অংশ নেয়। ওই সময় নয়জনের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের প্রত্যেকের পরিবারকে মাথাপিছু পাঁচ হাজার টাকা ও ২০ কেজি করে চাল অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার। তিনি বলেন, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরো বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল উদ্ধারকাজে নেমেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।