স্বাধীনতাবিরোধী শক্তিই বিভিন্ন নামে নাশকতা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতাবিরোধী শক্তিই বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম দিয়ে নাশকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার সকালে এফডিসিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি জঙ্গি মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে এ বিতর্ক প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং প্রাইম ইউনিভার্সিটি অংশ নেয়।
জঙ্গিবাদের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা হাত কাটা, পা কাটা করতেন বা নেতৃত্বে দিতেন, ‘আমরা দেখলাম পরে তারাই হুজির নেতা হলেন। তাঁরা জেএমবির নেতা হলেন, তাঁরা আনসারুল্লাহ বাংলা টিমের নেতা হলেন। সম্প্রতি তাঁরা হামজা দলে আত্মপ্রকাশ করছেন।’
‘ইদানীংকালে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হচ্ছে। বিভিন্ন সময় তারা বলেছে যে, আমরা আইএসের সঙ্গে যুক্ত হয়েছি। আইএসের ভাবাদর্শে আমরা জঙ্গি হয়েছি। এগুলো বলছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আজ পর্যন্ত যারা ধরা পড়েছে, আইএস ভাবাদর্শী, তারা ফেসবুকের মাধ্যমে বা অন্য মাধ্যমে যোগাযোগ করতে পারে, কিন্তু যারা এখানে আসছে, তারা আমাদের দেশি মানুষ। সেটাই আমি বলতে চাচ্ছি।’