অলিম্পিকে শুরুটা ভালো হলো না শ্যামলীর
রিও অলিম্পিক গেমসে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের আর্চার শ্যামলী রায়ের। প্রতিযোগিতায় মেয়েদের রিকার্ভ বো ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৫৩তম হয়েছেন তিনি।
শুক্রবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় র্যাঙ্কিং রাউন্ডে শ্যামলী ৬০০ স্কোর করেন। এই রাউন্ডে দক্ষিণ কোরিয়ার মিসুন চই ৬৬৯ স্কোর করে প্রথম হয়েছেন।
আগামী বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর সঙ্গে লড়বেন শ্যামলী। বায়ার্দো র্যাঙ্কিং রাউন্ডে দ্বাদশ হয়েছেন।
এই বাংলাদেশি আর্চার এদিন খুব একটা ভালো করতে না পারলেও এর আগে গত বছর ব্যাংককে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ৬১৮ স্কোর করেছিলেন। এদিন এর চেয়েও খারাপ স্কোর করেন।
অবশ্য র্যাঙ্কিং রাউন্ডে খারাপ করলে খুব একটা সমস্যা হয় না। এই রাউন্ডে মূলত ঠিক হয়ে থাকে মূলপর্বে কে কার সঙ্গে লড়বেন।
অলিম্পিকে এবারই প্রথম অংশ নিয়েছেন নড়াইল থেকে উঠে আসা এই আর্চার। অবশ্য বড় মঞ্চে এর আগেও অংশ নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে তুরস্কে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে, একই বছরে ব্যাংককে এশিয়া কাপ ও ইনচন এশিয়ান গেমসে অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই ক্রীড়াবিদ।