সামাজিক মাধ্যমে কটূক্তির পরোয়া নেই আনুশকার
কখনো চেহারায় পরিবর্তন নিয়ে, কখনো বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে, আর প্রায়ই বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনবরত আক্রমণের শিকার হয়েছেন আনুশকা শর্মা। বিরাট কোহলির খেলার ক্ষেত্রে তাঁকে ‘অলক্ষুণে’ পর্যন্ত বলা হয়েছে। এখন অনেক কিছুই স্তিমিত হয়ে এসেছে অবশ্য। এমটিভি ইন্ডিয়ার বরাতে জানা যায়, এসব মন্তব্য ও মনোভাব আনুশকা একেবারেই পরোয়া করেন না।
‘উগ্র পুরুষতান্ত্রিক মানসিকতার হলে কখনোই একটি বলিষ্ঠ, সফল নারীকে মেনে নিতে পারবেন না আপনি। আমি সামাজিক মাধ্যমে অজস্রবার কটূক্তির শিকার হয়েছি, এসব এখন আর আমাকে এতটুকুও এফেক্ট করে না,’ এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী আনুশকা।
আনুশকার মতে, যাঁরা এ ধরনের কটূক্তি করেন, তাঁরা স্রেফ নিজেদের বিকৃত মানসিকতা আর তৃপ্তি চরিতার্থ করার জন্য এসব করেন। এ বিষয়টি খুবই বিরক্তিকর এবং হতাশাদায়ক মনে করেন আনুশকা।
এসবে যথেষ্ট আহত হলেও আনুশকার মতামত হচ্ছে, এ ধরনের কটূক্তিতে কোনো সাড়া না দেওয়া। ‘কেউ একজন এসব কাজ করছে, কারণ তার হয়তো দিনটা খারাপ গেছে, সে ক্ষিপ্ত, তার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে তার হয়তো ঝগড়া হয়েছে বা তাকে হয়তো কেউ প্রত্যাখ্যান করেছে। এ রকম বেসামাল অজানা কোনো ব্যক্তির আচরণে প্রত্যুত্তর দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না’, বলেন আনুশকা।
আনুশকার মতে, সামাজিক মাধ্যমে নারীদের বেশি আক্রমণ করা হয়, কারণ তাদের সহজতর টার্গেট হিসেবে মনে করা হয়। এই বিষয়টি তাঁর কাছে খুবই দুঃখজনক। তবে যেকোনো কিছুরই জবাব দেওয়ার জন্য কাজকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে মনে করেন তিনি।