জাকির নায়েকের এনজিওর বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ
ভারতের ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েকের এনজিওর বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্টের বেআইনি ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতেই এ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রাথমিকভাবে জাকির নায়েকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় মুম্বাইয়ের ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ নামে এক এনজিওর কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন তদন্তকারীরা।
জানা গেছে, গত পাঁচ বছরে প্রায় ১৫ কোটি রুপি তহবিল পাঠিয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে সাহায্য করেছেন জাকির নায়েক। এ কারণে প্রতিষ্ঠানটির কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারীরা। চিঠিতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে কে, কবে, কত রুপি, কেন দিয়েছে—সে তথ্য যেমন জানতে চাওয়া হয়েছে, পাশাপাশি জানতে চাওয়া হয়েছে ওই অর্থ কোথায় ও কী কাজে ব্যবহার হয়েছে।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের তথ্য ঘেঁটে জানা গেছে, ব্রিটেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে বিভিন্ন সময়ে তাদের কাছে অর্থ গেছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, বিপুল পরিমাণ অর্থের মাধ্যমে মূলত গরিব ও বেকার যুবকদের ইসলামী মতাদর্শে উসকে দেওয়া হতো, যা তাঁদের পরে জঙ্গি কার্যকলাপের দিকেই এগিয়ে দিত বলে মনে করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।